তৃণমূলকে চাপে রাখার প্রস্তুতি! আবারও বাংলায় আসছেন অমিত শাহ, ঠিক হল দিনক্ষণও

রিপোটারের নাম
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ওয়াশিংটননিউজ টিভি,  আন্তর্জাতিক ডেস্ক, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ : আবারও পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ (Amit Shah)। নববর্ষের পরই ২৫ বৈশাখ ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনে ফের বাংলায় আসছেন অমিত শাহ। এদিন বীরভূমের সভা থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাঙালি আবেগকে ধরে রেখে ভোটবাক্সে জয় নিশ্চিত করতেই বিশ্বকবির জন্মদিনে শাহের ফের বাংলায় আগমন বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। তাই লড়াইয়ের ময়দানল এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। এই লক্ষ্যেই নতুন চাল অমিত শাহ।

 

অপরদিকে, এদিন সন্ধ্যায় রাজারহাটে ওয়েস্টিনে বিজেপি কোর কমিটি বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে বেশ কিছু বার্তা দেন অমিত শাহ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়। বঙ্গ বিজেপি নেতৃত্বকে জানালেন তিনি। এদিন বাতিল করে দেন বঙ্গ বিজেপির পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিকে। বঙ্গ বিজেপি নেতৃত্ব ও রাজ্যের কর্মীদের শক্তি নিয়েই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে হবে। এমনই নির্দেশ দেন শাহ। পঞ্চায়েত নির্বাচনে সর্ব শক্তি দিয়ে ঝাঁপানোর বার্তাও দেন এদিন।

পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতেও বলা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। বিজেপির দলীয় সূত্রে জানা যাচ্ছে, তাঁর পরিষ্কার নির্দেশ, লাগাতার কর্মসূচি রাখুন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। মমতার সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে চাপে ফেলারই বার্তা এদিন দলীয় কর্মীদের দেলেন অমিত শাহ।

২০২৪ সালের ভোটে বাংলায় ৩৫টি লোকসভা আসনে জিততে হবে। দলীয় বৈঠকে সেই বার্তা-ই দিলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ডা। সেইসঙ্গে তখনও তিনি দলীয় কর্মীদের জানান যে, রাজ্যে আবার আসবেন। লাগাতার বিজেপির কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসবেন বলেও জানান শাহ। বলা বাহুল্য, ঠিক যেমনটা হয়েছিল একুশের বিধানসভা ভোটের আগে। এদিন যেপ্রসঙ্গ উল্লেখ করে কুণাল ঘোষ কটাক্ষ করেন, অমিত শাহ ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করতেন বলে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Recent Comments

No comments to show.