শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নে বেইজিং মুগ্ধ;রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

ওয়াশিংটননিউজ টিভি, ঢাকা,মঙ্গলবার, ০৯ মে ২০২৩ : বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে চীন মুগ্ধ ও অনুপ্রাণিত বলে জানিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত রবিবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের বিদায়পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা জানান।

ইয়াও ওয়েন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শক্তিশালী নেতা থাকায় বাংলাদেশের আরো অগ্রগতি দেখতে পাবে চীন।’ উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য অভিন্ন উন্নয়ন।’

তিনি আরো বলেন, ‘প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশগ্রহণকারীরা খুবই ভাগ্যবান। কারণ কভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধের তিন বছর পর এ ধরনের সফর আবার শুরু হয়েছে। এই কর্মসূচি অংশগ্রহণকারীদের চীনকে আরো ভালোভাবে জানতে সাহায্য করবে।’

দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং, সেন্টার সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র ফেলো এবং চীন ও দক্ষিণ এশিয়ার মহাসচিব চায়না লিউ জংই, চীনের ফুদান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক লিন মিনওয়াং এবং চীনের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (এসআইআইএস) সহকারী রিসার্চ ফেলো এল আই হংমেই এ সময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Recent Comments

No comments to show.