ওয়াশিংটননিউজ টিভি,আন্তর্জাতিক ডেস্ক, বৃহস্পতিবার,০৩ আগষ্ট ২০২৩:সৌদি আরব ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এবং শান্তির উদ্যোগ হিসেবে আলোচনা শুরু করছে। আগামী ৫ ও ৬ আগস্ট রিয়াদে এই শান্তি আলোচনা শুরু হবে। এই আলোচনায় ভারত উপস্থিত থাকবে। তবে রাশিয়া থাকছে না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরবের উদ্যোগে শান্তি আলোচনায় ভারত যোগ দিচ্ছে।
সৌদি আরব পশ্চিমা দেশগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে। ইউক্রেনসহ আরও প্রধান প্রধান কিছু উন্নয়নশীল দেশকে জেলেনস্কির শান্তি পরিকল্পনার ওপর আলোচনা করতে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ভারত সৌদি আরবের উদ্যোগে অংশ নেবে। দীর্ঘদিন যাবত আমরা সংলাপ ও কূটনীতির কথা বলে আসছি। তারই অংশ হিসেবে আমাদের এই অংশগ্রহণ। আমরা সংলাপ ও কূটনীতি নিয়ে সামনে এগোনোর পক্ষে।’
সৌদি আরবের উদ্যোগে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। মস্কো বলেছে, তারা আলোচনা অনুসরণ করবে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারত সংলাপ ও কূটনীতির কথা বললেও তারা রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে তারা ব্যাপক পরিমাণ তেল কিনছে।